নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহাবাগ, শহিদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পথবাসী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে অসহায় মানুষের কম্বল বিতরণ করেন তিনি। অসহায় লোকজন শীত নিরাবরণের কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দ।
কম্বল বিতরণের সময় তারিক সাঈদ বলেন, মানবিক কাজে সবার আগে স্বেচ্ছাসেবক লীগ। দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগও সব সময় মানবিক কাজে এগিয়ে থাকে। মানবিকবোধ থেকেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। যাতে পথবাসী শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।
তিনি আরো বলেন, সামর্থ্যবানদেরও উচিত অসহায় মানুষের কল্যাণে কাজ করা। সকলের উচিত অসহায় মানুষের পাশে মানবিক হাত বাড়িয়ে দেয়া। আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে।





















