সারাদেশ ৩০ ডিসেম্বর, ২০২০ ০৪:৩৪

ট্রাক-প্রাইভেটকারের ধাক্কা, সি‌লিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় কারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে এতে গাড়িতে আগুন ধরে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ

জানা যায়, ভোরে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বের হতে না পেরে প্রাইভেটকারের তিন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তিনজনের মৃতদেহ প্রাইভেট কার থেকে উদ্ধার করেন

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল র্গে প্রেরণ করা হয়েছে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে