সারাদেশ ৫ জানুয়ারি, ২০২১ ০৩:১০

যে মাছ বিক্রির দায়ে হবিগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে হবিগঞ্জের বাহুবলে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( জানুয়ারি) দুপুরে উপজেলার স্নানঘাট মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। অভিযানে সহায়তা করে উপজেলা মৎস্য অফিস।

পুলিশ জানায়, স্থানীয় বাজারে এসব বিষাক্ত পিরানহা রূপচাঁদা মাছ হিসেবে কেনাবেচা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্নানঘাট মাছ বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এসময় বিষাক্ত পিরানহা মাছ বিক্রির অভিযোগে আটক করা হয় আড়তদার হারুন মিয়াকে। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সময় এই মাছের ক্ষতিকর দিক সম্পর্কে বাজারের সকল মাছ ব্যবসায়ীকে অবগত করা হয়। অভিযানে মণের মত পিরানহা মাছ জব্দ করা হয়।