সারাদেশ ২১ জানুয়ারি, ২০২১ ১১:১৬

মতলবে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল একই এলাকায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় সংঘাতের আশঙ্কায় সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন

 আজ বৃহস্পতিবার থেকে আগামী তিনদিন ১৪৪ ধারা কার্যকর থাকবে

১৪৪ ধারার আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে: উপজেলার শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ মতলব দক্ষিণ ব্রিজের উত্তরপাড়

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান বলেন, একইস্থানে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

তিনি বলেন, বুধবার (২০ জানুয়ারি) রাত বৃহস্পতিবারে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে সাতটি পয়েন্টে বৃহস্পতিবার থেকে ১৪৪ ধারা কার্যকর হবে আপাতত তিনদিন ওই এলাকায় এটি বলবৎ থাকবে পরিস্থিতির আলোকে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে