সারাদেশ ২৯ জানুয়ারি, ২০২১ ১২:৪৩

যে কারণে ঢাকায় সংবাদ সম্মেলন প্রত্যাহার করলেন কাদের মির্জা

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকা আগামী রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করেছেন।

আজ শুক্রবার বিকালে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে এ হরতাল প্রত্যাহার করেন।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার, অপরাজনীতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন দাবিতে এ হরতালের ডাক দিয়েছিলেন কাদের মির্জা।

এর আগে ২৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় রূপালী চত্বরে সংবাদ সম্মেলনে তিনি আধাবেলা হরতালের ডাক দিয়েছিলেন। এ সময় তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়েছিলেন।

দলীয় হাইকমান্ডের চাপের মুখে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলন দুটিই প্রত্যাহার করেছেন কাদের মির্জা।