সারাদেশ ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪১

নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

ডেস্ক রিপোর্ট

পদ্মা নদীর মুন্সিগঞ্জের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় নতুন চরে গোসল করতে নেমে পানিতে ডুবে বাপ্পি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে তামিম (১৫) নামে আরও এক স্কুলছাত্র। মৃত বাপ্পি নিখোঁজ তামিম দুজনেই দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঘটনা ঘটে

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ সদস্যের একটি টিম পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে সময় তারা একটি ট্রলারে করে নদীর কাইজ্জার চর (নতুর চর) এলাকায় গোসল করতে পানিতে নামলে ওই দুজন নিখোঁজ হয়

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিখোঁজ হওয়ার দেড় ঘণ্টা পর বাপ্পির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ তবে এখনো নিখোঁজ রয়েছে তামিম তাকে উদ্ধারের চেষ্টা চলছে

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন