চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে চকরিয়া-পেকুয়া সড়কের মনছুরিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ শফিউল কবির বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল মনোয়ারা বেগমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে মালিক পালিয়ে গেছে। মোটরসাইকেল চালককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। ইচ্ছেকৃতভাবে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।






















