নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে ৭টি ফার্মেসিকে নিবন্ধনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মজুদের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দকৃত ১০ লাখ টাকার ওষুধ ধ্বংস করারও নির্দেশ দেয়া হয়।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহরের হাসপাতাল সড়ক, খানেকাহ মসজিদ রোড ও বাজারঘাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সংবাদে হাসপাতাল সড়কের অধিকাংশ ফার্মেসি বন্ধ করে দেয় ফার্মেসি মালিকরা।
অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ সুপার রুমেল মল্লিক ও র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
অভিযানে নিবন্ধনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মজুদের দায়ে নাফ মেডিকোকে ৭০ হাজার, নিলুফা মেডিকোকে ২৫ হাজার, আশরাফ মেডিকোকে ৩০ হাজার, রামু প্লাস মেডিকোকে ৫০ হাজার, কক্সবাজার সার্জিক্যালকে ৩০ হাজার, প্রেসক্রিপশনকে ২ লাখ ও আর আর মেডিকোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফার্মেসিগুলোতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ প্রায় ১০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ওষুধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।






















