সারাদেশ ২০ মার্চ, ২০২১ ০৩:১৮

তুরাগ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

টঙ্গীর তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার গুটিয়া এলাকা সংলগ্নে তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ওই যুবকের পরনে জিন্স প্যান্ট কালো রঙের শার্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, টঙ্গীর গুটিয়া এলাকায় তুরাগ নদে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয় পরে ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয় তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, থেকে দিন আগে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর মরদেহ তুরাগ নদে ফেলে দিয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন