সারাদেশ ৯ নভেম্বর, ২০২২ ০৬:৫৪

বগুড়ায় প্রলোভন দেখিয়ে নবজাতক চুরি!

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নবজাতকের পরিবারকে আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতকটির মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

শিশুটির দাদি সালেহা বেগম জানান, চলতি মাসের ৫ নভেম্বর আমার মেয়ে ইতির প্রসব বেদনা শুরু হলে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তিনি একটি ছেলের জন্ম দেন। আজ ইতি আর আমার বড় মেয়ে রোজিনা বাচ্চাকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসেছিল। এ সময় অজ্ঞাতনামা এক নারী পাঁচ হাজার টাকা সরকারি সহায়তার আশ্বাস দেন। এ কথা বলে তিনি আমার বড় মেয়ে রোজিনা ও নাতিকে নিচতলার বাইরের অংশে নিয়ে আসেন। এক পর্যায়ে ওই মহিলা আমার বড় মেয়েকে কিছু কাগজপত্র ফটোকপি করতে বলে আমার নাতিকে নিয়ে পালিয়ে যায়।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আমরা পুলিশকে অবগত করেছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মেডিকেলে থাকা সিসি ক্যামেরা দেখে অপরাধীকে শনাক্তের প্রক্রিয়া চলছে।


আমাদেরকাগজ/এইচএম