সারাদেশ ১৭ নভেম্বর, ২০২২ ০৪:২২

এবার পছন্দের দলকে সমর্থন করুন লুঙ্গি পরে!

আমাদেরকাগজ ডেস্ক: কাতার বিশ্বকাপের আর মাত্র দুই দিন পরেই পর্দা উঠবে। আর এই বিশ্বকাপ উপলক্ষে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগ্রহের কমতি নাই। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রিয় দলের জার্সি-পতাকা নিয়ে অনেকে উৎসবে মেতে ওঠা তো এদেশের প্রেক্ষাপটে পরিচিত দৃশ্যই। বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা কয়েক হাজার ফুট লম্বা বানানো থেকে শুরু করে  বহিঃপ্রকাশ।

বিশ্বকাপ ফুটবল দোরগোড়ায় এলে পুরো বাংলাদেশই উৎসবে নেচে ওঠে। ফিফা বিশ্বকাপ উন্মাদনায় বাড়তি রঙ চড়াতে এবার লুঙ্গি প্রস্তুতকারী জনপ্রিয় প্রতিষ্ঠান আমানত শাহ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের রঙে রাঙানো বিশেষ সংস্করণের লুঙ্গি বাজারে এনেছে আমানত শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিভিন্ন দলের রঙে রঙিন আমানত শাহ লুঙ্গির বিশ্বকাপ সংস্করণ।

মিয়াহ নামের একটি ফেসবুক পেজ থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের পতাকাশোভিত লুঙ্গি নিয়ে করা পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়, আমানত শাহ লুঙ্গির বিশেষ সংস্করণে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য ফুটবল দলের পতাকার নকশাশোভিত লুঙ্গি পাওয়া যাবে। প্রতিটি লুঙ্গির দাম পড়বে ৩৭০ টাকা। ব্যবহারকারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

অধিকাংশই অবশ্য লুঙ্গির মধ্যে বিশ্বকাপের আবহ তুলে ধরার মতো ব্যতিক্রমী ধারণার প্রশংসা করেছেন। তবে এ নিয়ে সমালোচনা করা ব্যক্তির সংখ্যাও কম না। তাদের দাবি, বিশ্বকাপ উপলক্ষে এখন অধিকাংশ মানুষই জার্সি কেনার দিকেই ঝুঁকবে। এক ব্যবহারকারী তো লুঙ্গির মধ্যে পতাকার নকশা ফুটিয়ে তোলাকে ওই দেশের জন্য অপমানজনক বলেই মন্তব্য করে বসেছেন।

আরেক ব্যবহারকারী বলেন, বিশ্বকাপের সময় জুতা, জামাকাপড় এবং অন্যান্য বিভিন্ন জিনিসে পতাকার ছাপ সর্বত্র দেখা যায়। এখন পতাকা নকশার আদলে লুঙ্গিও তৈরি করা হয়েছে। এটা কি ঠিক? শুধু তাই না, বাংলাদেশের পতাকার নকশা ব্যবহার করে এভাবে লুঙ্গি তৈরি করা হলে তিনি সেটি মেনে নেবেন না বলেও জানিয়েছেন ওই ব্যবহারকারী।

আমাদেরকাগজ/ এএইচ