সারাদেশ ১৮ নভেম্বর, ২০২২ ০৮:৫০

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা ছেলেকে পুলিশে দিলেন বাবা 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ কক্সবাজারের সেন্ট মার্টিনে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী (১৩) । তবে সেই বখাটে শহীদুল ইসলাম ওরফে জুয়েলকে (১৯) কে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা ফিরোজ আহমদ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে নিজেই ছেলেকে সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশ সদস্যদের হাতে তুলে দেন তিনি।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার বলেন, আহত স্কুলছাত্রীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ ফাঁড়িতে বসে বিষয়টি মীমাংসা করা হয়। তারপরও ছেলেটি এ ঘটনা ঘটিয়েছে।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর আমরা অভিযুক্ত শহীদুলের বাড়িতে যাই। সেখানে তাকে না পেয়ে তার বাবা ফিরোজ আহমদকে ঘটনা জানাই। ফিরোজ আহমদ তখন বলেন, ছেলে বাসায় এলে পুলিশ ডেকে তাকে তুলে দেবেন। পরে রাতে শহীদুল বাসায় ফিরলে ফিরোজ আহমদ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ তার বাড়িতে গেলে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।

তিনি বলেন, শহীদুল আমাদের হেফাজতে আছেন। মামলার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আমাদের কাগজ/এম টি