সারাদেশ ২৬ নভেম্বর, ২০২২ ০৭:১৯

দলবদ্ধ ধর্ষণের শিকার পোশাক কর্মী,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদী উপজেলায় পোশাক তৈরি কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই নারী পাঁচজনকে আসামি করে মামলা করেন বলে জানান শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। দায়ের করা মামলার আসামিরা হলেন- মিল্লাত, ফারুক মিয়া, বাবু মিয়া, নজরুল ইসলাম ও শিপন মিয়া ওরফে ছক্কু। এরা সবাই উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তাদের বয়স ৩০ থেকে ৪৫ বছর।      

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর বাড়ি শেরপুর শহরে। তার বিয়ে হয়েছে বরগুনায়। স্বামী-স্ত্রী দুজনই গার্মেন্টে কাজ করেন। তারা ঢাকা থেকে শ্রীবরদীর এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন।  

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মামাতো বোনকে সঙ্গে নিয়ে ওই নারী গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলেন। পথে আসামিরা বোনকে আটকে রেখে পোশাক কর্মীকে একটি মাছের ঘেরে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে গেছি। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ওই নারীর স্বামী ধর্ষণকারীদের বিচারের দাবি জানিয়েছেন।

আমাদেরকাগজ/ এএইচ