জেলা প্রতিনিধি: অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। লড়াইয়ের সময় দুইটি মহিষের শিং এর আঘাত লাগে বদির শরীরে। তাতে তিনি মাঠিতে শুয়ে পড়েন। আর মহিষ দুইটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
রোববার (২৭ নভেম্বর) টেকনাফ বিচ পয়েন্টে সৈকতের বালিয়াড়িতে শখ করে মহিষের লড়াই আয়োজন করেন সাবেক এই সংসদ সদস্য। তাতে এ ঘটনা ঘটে। তবে কোনো ধরনের আহত হননি আব্দুর রহমান বদি। জানা গেছে, পুরোপুরি অক্ষত রয়েছেন আলোচিত এ সাবেক সংসদ সদস্য।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই মহিষ লড়াই করছে। মানুষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছিল। এমন সময় একটি মহিষ আরেকটি মহিষের পেছনে দৌড় দেয়। একপর্যায়ে প্রথম মহিষের গুঁতায় লাল গেঞ্জি পরে থাকা বদি সৈকতে বালুর মধ্যে পরে যান। এ সময় দ্বিতীয় মহিষটিও বদির ওপর দিয়ে চলে যায়। পরে উপস্থিত দর্শকেরা বদিকে উদ্ধার করে।
আব্দুর রহমান বদি বলেছেন, মানুষের দোয়া ও আল্লাহর রহমতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
আমাদের কাগজ//টিএ






















