সারাদেশ ৭ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫

কক্সবাজারে জনসভা শুরু

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

জেলা প্রতিনিধি: কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভামঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।  বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরপর ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থাপিত আরেকটি মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি, উপজাতিদের সংস্কৃতির পাশাপাশি দেশের গান-নৃত্য উপস্থাপন করছেন।

শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী  বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

 

আমাদের কাগজ//টিএ