সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার দেবনগর এলাকায় ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নলকুড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে ইটভাটার শ্রমিক ফয়সাল হোসেন (২৫) ও মথুরাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে সজিব রহমান (১৭)। সজিব চলতি বছর স্থানীয় মধুরাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্থানীয়রা জানান, বিনেরপোতা দিক থেকে ইটভাটার শ্রমিক ফয়সাল হোসেন ভ্যান চালিয়ে এবং সজিব রহমান বাইসাইকেলযোগে নিজ নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও সাইকেলের ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফয়সাল নিহত হন। সজিবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাকের নিচ থেকে ফয়সাল হোসেনের মরদেহ উদ্ধার করে। আর সজিব রহমান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। ঘাতক ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরকাগজ/এইচএম






















