সারাদেশ ১৬ ডিসেম্বর, ২০২২ ১২:২৮

মেয়েকে বিয়ে না দেওয়ায় যুবকের ছুরিকাঘাতে বাবা নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পাবনায় বখাটের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত আটটার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফরিদ হোসেন (৪৫)। বাড়ি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাড়ারা গ্রামে। পেশায় একজন মিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে ওই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে অনিক হোসেন (২৬) ফরিদ হোসেনের উপর হামলা করে।

ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছর খানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সাথে বখাটে অনিকের বিয়ের কথা হয়। পরে অনিকের বখাটেপনার কারণে মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় ফরিদের পরিবার। গত ছয় মাস আগে ফরিদ তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এরপর থেকে অনিক নানাভাবে ফরিদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।  

এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অনিক। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে।

আমাদের কাগজ/এম টি