সাতক্ষীরা প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম-ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। শনিবার সকালে এই বিক্ষোভ মিছিল থেকে ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে মিছিলটি সাতক্ষীরা শহরের হাট মোড় থেকে তুফান মোড়ের দিকে যেতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এরপর নবারুণ স্কুলের সামনে থেকে সাতক্ষীরা জামায়াত কার্যালয় পর্যন্ত আরেকটি মিছিল বের করে তারা। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। ২০১৩ সালে সাতক্ষীরায় সহিংসতার পর এটাই জামায়াতের প্রথম আকস্মিক সমাবেশ।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আজ সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ১৬ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করে। ঘটনাস্থল থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, শুনেছি জামায়াত-শিবির মিছিল করেছে। সাতক্ষীরায় তাদের কোনো অস্তিত্ব থাকবে না। যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরকাগজ/এইচএম




















