সারাদেশ ৬ জানুয়ারি, ২০২৩ ০২:০৫

ছুটির দিনও শীত উপেক্ষা করে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ প্রথমবার মেট্রোরেলে যুক্ত হয়েছে বাংলাদেশে। বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যারা কাজ ও দূরত্বের কারণে এখনো সেই রেলে ভ্রমণ করতে পারেননি, এমন অনেকেই সাপ্তাহিক ছুটির দিনটি বেছে নিয়েছেন প্রিয়জন নিয়ে মেট্রোরেলে ভ্রমণের।

আর তাই এদিন সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে সদ্য চালু হওয়া মেট্রোরেলে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকেই মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এ ভিড় দেখা যায়।  

এ ছাড়া আগারগাঁও স্টেশনের বাইরে স্টেশনে ঢোকার উভয় প্রবেশপথেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীদের আগারগাঁও থেকে পাসপোর্ট অফিসের দিকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।  

ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। গত দুই দিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় শীত উপেক্ষা করে মেট্রোরেলে ভ্রমণ করছেন রাজধানীর বাসিন্দারা। 

 

রবিন হাসান নামে স্টেশনের ভেতরে টিকেট কেটে অপেক্ষা করা এক যাত্রী বলেন, ‘আমাদের বাড়ি যশোর, ঢাকায় একটি কাজে এসেছিলাম। আমি দেশের বাইরে বেশ কয়েকবার মেট্রোরেলে উঠেছি। তাই পরিবার নিয়ে নিজ দেশের মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। এটা আমাদের জন্যে অনেক গর্বের।’

শেওড়া পাড়াবাসী ফাতেমা বলেন, ‘বাড়ির কাছেই মেট্রোরেল চালু হয়েছে কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি। তাই আজ ছুটির দিনে এসেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে আরও অনেক ভালো হত।’

মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ নামের একজন বলেন, আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অনান্যদিনেও ভিড় থাকে তবে শুক্রবার ও শনিবার ছুটির দিনে বেশি চাপ থাকে যাত্রীদের।  

মেট্রোরেলের টিকেট কাটার মেশিনে কি ধরনের সমস্যা হয় জানতে চাইলে স্টেশন সংশ্লিষ্ট একজন জানান, মেশিনে যাত্রীরা ছেড়া টাকা, অনেক পুরাতন টাকা দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়। তখন সেই মেশিন ঠিক করতে ১৫-২০ মিনিট লেগে যায়। পুরাতন ও ছেড়া টাকা না দিলে কোনো সমস্যা হয় না। তাই যাত্রীদের ছেড়া এবং পুরাতন টাকা না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।  

 

প্রসঙ্গত, দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর মধ্যে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করছে। তবে নানা সীমাবদ্ধতা দূর করে দ্রুতগতির এই যানবাহনের স্মার্টসেবা পেতে আরও কিছুদিন সময় লাগবে।

আমাদের কাগজ/এম টি