আমাদের কাগজ ডেস্ক: বিয়ের পর পেরিয়েছে মাত্র ১২ দিন। স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা ছিল হানিমুনে (মধুচন্দ্রিমা)। কিন্তু সব পরিকল্পনাই শেষ হয়ে গেছে। ১৩ দিনের মাথায় ‘স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমানে’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সফটওয়্যার প্রকৌশলী মো. মনোয়ার আদিব।
শুক্রবার দিনগত রাত ১২টার দিকে রাজধানীর রামপুরার বাসায় গলায় ফাঁস দেন তিনি। দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিবকে মৃত ঘোষণা করেন।
মনোয়ার আদিবের বাবা জাকির হোসেন শিকদার জানান, রাতে খাবার টেবিলে স্ত্রীর সঙ্গে আদিবের ঝগড়া হয়। পরে অভিমানে স্ত্রীকে কক্ষ থেকে বের করে দিয়ে তিনি দরজা বন্ধ করে দেন। এক পর্যায়ে ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন আদিব। অনেক ডাকাডাকিতেও দরজা না খুললে স্ত্রীসহ পরিবারের সবাই দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।
জাকির হোসেন জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। আদিব ধানমন্ডির একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আমাদের কাগজ/টিআর






















