বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ৪৯টি চোরাই মোবাইলসহ সোহাগ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়পাথা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ হোসেন বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আনোয়ার হোসেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনসহ সোহাগকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছিল সোহাগ।
আমাদেরকাগজ/এইচএম






















