সারাদেশ ১৭ জানুয়ারি, ২০২৩ ০২:৪৩

এমপি মুরাদের নামফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নামফলক, প্রকৌশলীকে মারধর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে এমপির নামফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে ডা. মুরাদ হাসান এমপির লোকজনের বিরুদ্ধে প্রকল্প প্রকৌশলীকে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।এতে গুরুতর আহত প্রকৌশলী মাসুদুর রহমান জনিসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন- মসজিদ নির্মাণ প্রকল্পের উপ-ঠিকাদার (সুপারভাইজার) মো. রকিব (৩০), ঠিকাদারের কর্মচারী ওসমান গণি বিপুল (২৮) ও সৌরভ (২৫)।

প্রকৌশলী মাসুদুর রহমান জনি অভিযোগ করেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে হঠাৎ এমপি মুরাদ হাসানের প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। তাকেসহ প্রকল্পের লোকজনকে বেধড়ক পিটিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, কথা কাটাকাটি হইছে শুনছি। মারামারির কথা জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
 

আমাদের কাগজ/এমটি