সারাদেশ ১৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫৬

সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা,পালাল বাবা

আমাদের কাগজ, রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ী সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার(১৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম বিউটি বেগম (৩০)।
 
ঘটনা সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে লতিফের সঙ্গে বিউটির বিয়ে হয়। তাদের এক মেয়ে (১১) ও এক ছেলে (৪) আছে। কয়েকবছর ধরে তাদের প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জেদ ধরে বড় মেয়ের সামনে বিউটিকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় বাবা লতিফ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বুধবার রাতে পারিবারিক বিরোধের জের ধরে লতিফ তার স্ত্রীকে কুপিয়ে খুন করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত লতিফ কাজীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আমাদের কাগজ/এমটি