নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে রেশমা আক্তার (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যালয়ে ছুটি থাকায় রংপুর থেকে গাজীপুরে বাবা-মায়ের কাছে বেড়াতে এসেছিল ওই ছাত্রী। শুক্রবার, ২০ জানুয়ারি দুপুরে সদর উপজেলার জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুরের পূর্ব ডগরী এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। রেশমা আক্তার রংপুরের শ্যামপুর কলেজপাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।
ইসমাইল হোসেন জানান, ভাওয়াল মির্জাপুরের পূর্ব ডগরী এলাকায় শামীমের ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন ইসমাইল হোসেন ও তার স্ত্রী। তাদের একমাত্র সন্তান রেশমা গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে থেকে লেখাপড়া করতো। শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় ছুটির পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে গাজীপুরে বাবা-মায়ের কাছে বেড়াতে আসে। গ্রামের বাড়ি ফিরে যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে অস্থিরতায় ভুগছিল রেশমা। কারণ বাবা-মাকে ছেড়ে যেতে চায়নি সে। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় রেশমা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি বাবা-মা। শুক্রবার সকালে বাসার পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ওই ছাত্রী সাঁতার জানতো না বলে জানিয়েছেন স্বজনরা। বিষয়টি তদন্ত করে দেখবো আমরা।’
আমাদেরকাগজ/ এইচকে





















