সারাদেশ ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:২৬

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট।।

মাফিয়া ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গ্রেফতার হতে পারেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জি কে শামীম অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে জানা গেছে, জি কে শামীম মির্জা আব্বাসের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। মির্জা আব্বাসের তত্ত্বাবধানেই জি কে বিল্ডার্সসহ তার অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় বলে গোয়েন্দাদের জানিয়েছেন জি কে শামীম। এই প্রেক্ষাপটে যেকোনো মুহুর্তে গ্রেফতার হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জানা গেছে যে, মির্জা আব্বাসের হাত ধরেই জি কে শামীমের উত্থান। মির্জা আব্বাস যখন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন তখনই গণপূর্তে ঠিকাদারি ব্যবসা শুরু করেন শামীম। তার গডফাদার ছিলেন মির্জা আব্বাস।

এখনও মির্জা আব্বাসই শামীমের প্রধান পরামর্শক। মির্জা আব্বাসের সঙ্গে তার ব্যবসায়িক যোগসূত্র রয়েছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে। এর প্রেক্ষিতে যেকোনো সময় মির্জা আব্বাসকে গ্রেফতার করা হতে পারে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।