সারাদেশ ২৬ জানুয়ারি, ২০২৩ ০৩:১৪

বরিশালে দুই নারীকে পরিকল্পিতভাবে হত্যা:পুলিশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে সাবেক ইউপি সদস্যের মা ও ছেলের বউয়ের মৃত্যুর ঘটনা পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন পুলিশ। এছাড়া এর আগে ওই ইউপি সদস্যের স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও পুত্রবধূ রিপা আক্তার (২৩)।

স্বজন ও স্থানীয়রা বলছে, চুরি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের কিছু খাওয়ানো হয়েছে। অপরদিকে পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি ভিন্ন খাতে নিতে চুরির মতো একটি ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। যদিও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি।

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম বলেন, ‘গত বুধবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। কেদারপুর ইউপি থেকে দেড়শ গজ দূরে ঘটনাস্থল। আমরা গিয়ে ঘটনাস্থলে কাউকে পাইনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর লালমুন নেছা ও রিপা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। মিনারা বেগম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

আমাদের কাগজ/এমটি