সারাদেশ ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৮

লুডু নিয়ে স্বামীর বকুনি,বিষপানে স্ত্রীর আত্মহত্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ রাজধানী ডেমরায় স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর বিষপানের ঘটনা ঘটেছে।আত্মহত্যাকারী নারীর নাম, আন্না খাতুন (২৫) । এ ঘটনায় স্বামী ইকবাল হোসেনকে আটক দেখিয়েছেন থানা পুলিশ। জানা যায়, গত কাল বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী ইকবাল হোসেন বলেন, আমি রাজমিস্ত্রির কাজ শেষে বাসায় ফিরে তাকে খাবার দিতে বলি কিন্তু সে লুডু খেলায় ব্যস্ত ছিল। পরে আমি বকা দিলে ঘরের দরজা আটকে বিষ পান করে। এ সময় দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আমাদের কাগজ/এমটি