যশোর প্রতিনিধি: যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আজাদ মোল্লা (৪৫) নামের এক শ্বশুরকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সদর উপজেলার কাশিপুর সালতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আজাদ মোল্লা যশোর সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী জানান, আজাদ মোল্লার ছেলে বিদেশে থাকেন। গত ৩ ডিসেম্বর রাতে বাড়িতে আর কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আজাদ মোল্লা।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, শনিবার এ ব্যাপারে থানায় মামলা হয়। আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম






















