বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ওই সময় মোংলা থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থল থেকে নবজাতকটির নিথর দেহটি উদ্ধার করে । শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মামার ঘাট সংলগ্ন ১ নম্বর জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় স্থানীয়রা বরাত দিয়ে জানান, রাস্তার পাশে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভোরে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পলিথিন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।
তিনি বলেন, কে বা কারা মরদেহটি ফেলে গেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
আমাদের কাগজ/এমটি




















