সারাদেশ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:১৩

ধানমন্ডি লেক থেকে গাড়িচালকের মরাদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি একজন গাড়িচালক ছিল বলে জানা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটে। 

তিনি জানায়, প্রাথমিকভাবে তার মৃত্যুর রহস্য জানা যায়নি। তবে তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সে বিভিন্ন অনলাইনে জুয়া খেলত এবং নেশা করত। 

তিনি আরও জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। নিহতের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায়। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। 

আমাদের কাগজ/এমটি