সারাদেশ ২২ মার্চ, ২০২৩ ০৯:২৯

কুষ্টিয়ায় ১০ কেজি গাঁজাসহ নারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ১০ কেজি ৭শ গ্রাম গাঁজা সহ এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার কোটপাড়ায় অবস্থিত মেহেরজান নামব একটি হোটেল থেকে ওই নারীকে আটক করা হয় ।

আটক নারী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দীনের মেয়ে এবং একই এলাকার চিহ্নিত মাদক কারবারি জমির উদ্দিনের স্ত্রী মোছা. রুপালী বেগম (৩৫)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, রূপালী স্কচটেপ দিয়ে মোড়ানো চার প্যাকেট গাঁজা একটি ব্যাগের মধ্যে নিয়ে দৌলতপুর থেকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটক নারীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

আমাদেরকাগজ/এইচএম