ভোলা প্রতিনিধি: ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে গুদামসহ ৫টি বসত ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যূ হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয় আলী হোসেন নামের এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। রাত আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের পাশে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেএসে প্রচণ্ড ধোয়ায় ইব্রাহিম নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, “আগুনে প্রায় ৪ থেকে ৫টি ঘর একদম পুড়ে গেছে। একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস আগুনে ক্ষয়ক্ষতির তালিকা করছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।”
আমাদের কাগজ/টিআর






















