সারাদেশ ১১ এপ্রিল, ২০২৩ ১১:৩৭

বাটায় আবার স্টিকারের কারসাজিতে বাড়তি দাম 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নামীদামী বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটায় স্টিকার কারসাজির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জে বাটা জুতায় মূল্য টেম্পারিং করে নিজেদের মতো দাম বসিয়ে বিক্রি করায় এবং পণ্যে মূল্য তালিকা না থাকার প্রমাণ পাওয়া যায়। 

সোমবার (১০ এপ্রিল) বিকেলে জেলার উল্লাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ জানান, বাটা জুতার মূল্য টেম্পারিং করে নিজেদের মতো দাম বসানোয় পাপিয়া সুজকে ৫ হাজার ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার এবং সর্বোচ্চ খুচরা ও বিক্রয় মূল্য না থাকায় দত্ত অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এটি নতুন কিছু নয়। গত বছরের দিকে ঠিক এই মাসে (২৪ এপ্রিল ) স্টিকারের কারসাজিতে বাড়তি দামের অভিযোগ পাওয়া যায়। সেই সাথে জরিমানার মুখেও পড়তে হয় বাটাকে। খবর (নিউজ বাংলা ২৪ অনলাইন) 

আমাদের কাগজ/এমটি