সারাদেশ ২৬ এপ্রিল, ২০২৩ ০৪:৪১

সিরাজগঞ্জে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের বেলকুচিতে ভাতিজা মনিরুল ইসলামের অস্ত্রের আঘাতে চাচা সাইফুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। বুধবার, ২৬ এপ্রিল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাইফুল ইসলাম ওই গ্রামের তাজেল প্রামানিকের ছেলে। এ ঘটনায় - সাইফুল ইসলামের স্ত্রী জ্যোস্না বেগম (৫০) ও মেয়ে বেলি খাতুন (২৫ আহত হয়েছে।

জ্যোস্না বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে গরুর গোবর মেলে দেওয়াকে কেন্দ্র করে মনিরুলের নেতৃত্বে তার মামা জয়ান, ছেলে আনিসুর, বোন জামাই আল আমিনসহ ১০ থেকে ১২ জন ধারালো অন্ত্র ও লাঠি নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে।

আমরা তাকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসক সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন বলেন, ঢাকা থেকে এখনও মরদেহ এসে পৌঁছায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ / এইচকে