সারাদেশ ২৯ এপ্রিল, ২০২৩ ০৯:৩৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পর্শে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডগ্রি বাজার এলাকার চৌকিদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী, আবু সালাম (২০) নামের ওই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গিয়েছে। 

আবু সালাম নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম ব্যাপারীর ছোট ছেলে।

সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আবু সালামের বাড়ির সামনে একটি আম গাছের পাশ দিয়ে ওই মহল্লার বিদ্যুতের লাইন সংযোগ গিয়েছে। প্রায় সময় ছোট-খাট ঝড় তুফান আসলে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারের ফিউজ কেটে যায়। আবু সালাম ওই আম গাছে উঠে বিদ্যুতের তারে প্লাস্টিকের কাভার লাগানোর চেষ্টা করেন। তখন বিদ্যুৎস্পর্শ হয়ে গাছ থেকে নিচে পড়ে যায় আবু সালাম। পরে আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি কেউ। মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

আমাদের কাগজ/এমটি