সারাদেশ ৩০ এপ্রিল, ২০২৩ ০৪:২৫

ধামরাইয়ে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে খুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর ধামরাইয়ে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে খুনের অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বাবাসহ উর্মি আক্তার নামের ওই প্রেমিকাকে আটক করেছে। এর আগে, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে আমিনুর রহমান (১৮) কে তার বাড়িতে ডেকে নেয় উর্মি।  

নিহত আমিনুর রহমান উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে। 

এদিকে নিহতের পরিবারের দাবি, হাত-পা-মুখ বেঁধে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। 

পরে নিহত আমিনুরের ভাতিজা মো. সুজন আহাম্মেদকে রাত সাড়ে ১০টার দিকে উর্মি ফোন করে জানায়, তাদের বাড়িতে এসে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমিনুরের পরিবারের সদস্যরা ওই প্রেমিকার বাড়িতে গিয়ে আমিনুরের লাশ পান। 

এ ব্যাপারে ধামরাই থানার এসআই মো. আশরাফুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা হয়েছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবা ও মেয়েকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান থাকা কর্তৃপক্ষ। 

আমাদের কাগজ/এমটি