সারাদেশ ১৩ মে, ২০২৩ ১২:২৬

কাদায় ভর্তি ডোবায় মিলল তরুণীর মরদেহ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে সীমানায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) দুপুরে গাউছিয়া কমিটির সহযোগিতায় কাদায় ভর্তি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, উদ্ধারকৃত অজ্ঞাত তরুণীর মরদেহ পাওয়া গেছে, সেটিতে পানি নেই। সকালে হাসপাতালের একজন মালি ঘাস কাটতে গিয়ে ডোবার কাদার মধ্যে তরুণীর একটি হাত দেখতে পান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।পরে গাউছিয়া কমিটির কর্মীরা লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্টের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, নিহত তরুণীর শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। তাই জখম রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আমাদের কাগজ/এমটি