সারাদেশ ১৬ মে, ২০২৩ ০২:২২

 যশোরে 

৪ দিন পর নিখোঁজ বৃদ্ধের শিয়ালে খাওয়া মরদেহ উদ্ধার 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্কঃ যশোর সদর উপজেলার লেবুতলা পুকুরকান্দা মাঠ থেকে ‘শিয়ালে খাওয়া’ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতবিক্ষত ওই মরদেহের পরিচয় পাওয়া গেছে। সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ বলছে, মৃত্যুর ঘটনাটি যথেষ্ট রহস্যজনক। 

জানা যায়, গত ৪-৫ দিন ধরেই নিখোঁজ ছিল তিনি। আনোয়ার ফকির (৭০) ঢাকার দোহার উপজেলার মধুরখোলা গ্রামের মৃত জাবেদ ফকিরের ছেলে। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে শ্বশুর আলী বক্সের বাড়িতে বসবাস করতেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী জানান, আনোয়ার ফকির ৪-৫ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। তার আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। সোমবার দুপুরে সাগর নামে এক ব্যক্তি লেবুতলা পুকুরকান্দা মাঠে ঘাস কাটতে গিয়ে পচা গন্ধ পান। এরপর পাশের পাটক্ষেতে গিয়ে আনোয়ার ফকিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আনোয়ার ফকিরের ছেলে শামীম মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। 

ওসি বলেন, মরদেহটি ৪-৫ দিন আগের। শিয়ালে মরদেহের মাথাসহ বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। মৃত্যুর ঘটনাটি যথেষ্ট রহস্যজনক। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আমাদের কাগজ/এমটি