সারাদেশ ১৯ মে, ২০২৩ ০৬:২৮

গলা কেটে আওয়ামী লীগ কর্মীর হত্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কুমিল্লায় সদর উপজেলার আলেখাচরে আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ মে) জুমার পরে তাকে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহতের নাম, এনামুল হক। আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

আমাদের কাগজ/এমটি