সারাদেশ ২২ মে, ২০২৩ ০৮:৪৭

একান্তে সময় কাটাতে নিয়ে নারীকে খুন!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জের জালকুড়িতে বাউল গান শুনতে গিয়ে খুন হওয়া নাসরিন আক্তার (৪০) হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. কমল ওরফে কুদ্দুসকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার কুড়িগ্রামের চিলমারীর পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত অপর আসামি অভির উদ্দিন (৩৫) পলাতক রয়েছেন। সোমবার, ২২মে দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার জানান, গত ১৯ মে সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া সিমা ডাইংয়ের পাশে বালুর মাঠ থেকে নাসরিন নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিনের হাত ও পা বাধা ছিল। এই হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নাসরিনের পিতা আশরাফ দেওয়ান বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে নাসরিন হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কমল স্বীকার করেছে যে, গত ১৯ মে রাতে সে ও অভির উদ্দিন জালকুড়ির পাংখা শাহ মাজারে গান শুনতে যান। ওরশের গান শেষে রাত অনুমানিক সোয়া ৩ টার দিকে নাসরিনের সাঙ্গে পরিচয় হয়। এক সঙ্গে তারা চা পান করেন। এরপর অভির সঙ্গে নাসরিনের অর্থের বিনিময়ে একান্তে সময় কাটানোর কথা হলে নাসরিন সম্মত হয়।

নাসরিনকে নিয়ে তারা একটি পরিত্যাক্ত ঘরে প্রবেশ করেন। এ সময় নাসরিনের মোবাইলে একটি ফোন আসে এবং সে মোবাইলে কথা বলতে বলতে বাইরে যান। তারপর ঘরে দুজন পুরুষ প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে কমল ও অভির কাছ থেকে নগদ ৯ হাজার ৪০০ টাকা নিয়ে যান। এতে তারা নাসরিনের ওপর ক্ষিপ্ত হয়ে পরেন।

এরপর তারা নাসরিনকে আরও টাকার লোভ দেখিয়ে তাদের সঙ্গে আরও সময় কাটানোর জন্য প্রস্তাব দেন। নাসরিন রাজি হলে তাকে জালকুড় তালতলা খালপাড় বালুর মাঠে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছালে কমলের গলায় থাকা লালসালু কাপড় দিয়ে নাসরিনের হাত বেঁধে এবং তার গায়ের ওড়না দিয়ে দুই পা বেঁধে লালসালু দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরবর্তীতে কমল ও অভির উদ্দিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সিদ্ধিরগঞ্জ থানাধীন ভাড়া বাসায় এসে উভয়ই গ্রামের বাড়িতে চলে যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি কমলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে নাসরিনের ব্যবহৃত মোবাইল ও ঘটনার সময় আসামির পরিহিত সাদা লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। পরে কমলকে নারায়ণগঞ্জ আদালতে হলে তিনি ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

আমাদেরকাগজ /  এইচকে