সারাদেশ ২৩ মে, ২০২৩ ০১:৩৮

প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা চাঁদ লাপাত্তা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি ও জনসম্মুখে কবরস্থানে পাঠানো সেইসাথে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ লাপাত্তা। তাকে খুঁজছে পুলিশ। এর আগে, চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং এরপর থেকে তিনি পলাতক বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সকালে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার (২১ মে) রাত সোয়া ১২টায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আজাদ অভিযোগ করেন, গত শুক্রবার শিবপুরহাট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় বক্তব্য দেওয়ার সময় সভার সভাপতি বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, আবু সাঈদ চাঁদ বাড়িতে তার মোবাইল ফোন রেখে আত্মগোপনে চলে গেছেন।

আমাদের কাগজ/এমটি