সারাদেশ ২৯ মে, ২০২৩ ০৪:০০

মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টা, আটক ১ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টার একজনকে আটক করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে পিঞ্জু হাওলাদার (২৩)। এর আগেও অভিযুক্ত আসামি নামে সাত মামলা ছিল বলে জানা গেছে। আজ সোমবার মোরেলগঞ্জ থানা ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, রোববার (২৮ মে) রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ মে) ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু।

ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পিঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়নের অভিযোগে দু’টি মামলাসহ মারধর, চুরি ও অঙ্গহানীর অভিযোগে এ পর্যন্ত মোট সাত মামলা রয়েছে।

আমাদের কাগজ/এমটি