সারাদেশ ২ অক্টোবর, ২০১৯ ০৬:৩৯

আগামী সম্মেলনে পারফর্মেন্সের ভিত্তিতে হবে নেতা নির্বাচন: কাদের

ডেস্ক রিপোর্ট।। 

আগামী সম্মেলনে পারফর্মেন্সের ভিত্তিতে নেতা নির্বাচনের আশ্বাস দিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, সম্মেলনে দলীয় কর্মীদের স্বচ্ছতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

বুধবার (২ অক্টোবর) সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী জানান, আগামী ১০ ডিসেম্বর থেকে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনে কাজ চলবে। এছাড়া অপকর্মের সাথে জড়িতদের দলের নেতৃত্ব থেকে বাদ দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটি আদালতের বিষয়। জানান, জামিনের পর চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার কথা বললে, বিষয়টি তখন ভাবা যাবে।