সারাদেশ ১৮ জুন, ২০২৩ ১২:৪৯

বাল্য বিবাহ করলেন খোদ শিক্ষক, বললেন ' আমি ছুটিতে আছি' 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, ' আমি ছুটিতে আছি'।  

অভিযুক্ত শিক্ষকের নাম আবদুল করিম। তিনি কালাই উপজেলার মোলামগাড়িহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে বিয়ে করা ছাত্রীর বয়স ১৫ বছর ১০ মাস। ইতোমধ্যে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার মোলামগাড়িহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম এক ছাত্রীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন। ছাত্রীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ এলাকায়। তার বাবা মোলামগাড়িতে চাকরি করেন। সেই সুবাদে তারা এখানে বসবাস করেন। কিন্তু বিয়ের বিষয়টি জানার পর গত ১২ জুন ম্যানেজিং কমিটির মিটিং ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্কুলে আসা নিষিদ্ধ করে, তার জবাব চেয়ে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীটির বয়স ১৮ বছর পার হয়নি। ১৫ বছর ১০ মাস বয়স হয়েছে। এটি বাল্যবিয়ের মধ্যেও পড়ে। আমরা কারণ দর্শানোর নোটিশে এটি উল্লেখ করেছি।

অভিযুক্ত শিক্ষক আব্দুল করিম জানান, আমার আগের স্ত্রীর সন্তান নেই। গত তিনমাস আগে পারিবারিকভাবে বিয়ে করেছি। স্কুল থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। আমি ছুটিতে আছি। এজন্য বিদ্যালয়ে যাই না। 

 

তবে বাল্যবিয়ের বিষয়ে তিনি জানান, আরও পরে বিয়েটা করা হতো। কিন্তু এখন হয়েই গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান জানান, শনিবার খবরটি শুনেছি। রোববার(১৮ জুন) অফিসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি