সারাদেশ ১৯ জুন, ২০২৩ ০১:১৩

কিশোরকে ডেকে নিয়ে হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মোবাইল ফোনে ডেকে নিয়ে মাদারীপুর সদর উপজেলায় এক কিশোরকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। আজ সোমবার মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (১৮ জুন) রাতে উপজেলার কুকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, এ সময় ওই কিশোরকে বাঁচাতে গেলে ফয়সাল ব্যাপারী নামে আরেক যুবককেও কুপিয়ে জখম করা হয়।

ভুক্তভোগী হলেন, ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে সাইফুল বেপারী (১৫)।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, সাইফুল রোববার রাতে ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তার খোঁজ করে পাননি। এ সময় ছয়না এলাকার পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ সময় সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসক।


মাদারীপুর সদর হাসপাতালের ডা. রিয়াজ মাহমুদ জানান, রোববার(১৮ জুন) রাতে কুকরাইল থেকে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তার একটি হাত বিচ্ছিন্ন। আরেকজনের অবস্থাও ভালো ছিল না। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শনিবার রাতে খবর পেয়ে বিষয়টি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

আমাদেরকাগজ/এমটি