সারাদেশ ১২ জুলাই, ২০২৩ ১১:১৪

রাতে মাছ-মাংস দিয়ে ভাত খেয়ে ঘুম : বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় একই পরিবারের আরও চারজন একই সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়। আজ বুধবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) রাত ৯টায় গাংনী হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি গাংনী উপজেলার শালদহ গ্রামের মৃত তেঁতুল মণ্ডলের ছেলে মোমিনুর ইসলাম (৬০)।

জানা গেছে, সোমবার রাতে মোমিনুরের পরিবারের সদস্যরা মাছ ও মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে মঙ্গলবার ভোরে মোমিনুর ইসলাম (৬০) ও তার স্ত্রী ছায়েরা বানু (৫৫), ছেলে শামীম রেজা সুমন (৩৮) শামীম রেজা স্ত্রী মমতাজ পারভীন (৩২) ও তার শিশু ছেলে গালিব (৬) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে মোমিনুরের মৃত্যু হয়।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে ভর্তি হওয়া পাঁচজন গুরুতর অসুস্থ ছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

আমাদেরকাগজ/এমটি