সারাদেশ ১৬ জুলাই, ২০২৩ ০৩:৫৭

ঢাকায় বিএনপির পদযাত্রা নিয়ে ডিএমপির আপত্তি নেই: এ্যানি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি যে পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জানা যায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। 

আজ বেলা ১১টার পর ডিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে ১২ জুলাই এক দফার আন্দোলন, যে দাবি আমরা উত্থাপন করেছি, সে দাবির কর্মসূচি নিয়ে আলোচানা হয়েছে তার সঙ্গে।’

তিনি বলেন, ‘আমরা ১৮ ও ১৯ তারিখ দুটি পোগ্রাম করেছি। সে অনুযায়ী উনাদের খুব একটা আপত্তি নেই। আমরা সহযোগিতা কামনা করেছি। সহযোগিতা চেয়েছি। আশা করি আমাদের উনারা সহযোগিতা করবেন। ১৮ তারিখের রুট নিয়ে উনাদের পরামর্শ ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করব।’

সাংবাদিকের এমন প্রশ্নে এ্যানি বলেন, ‘এখানে মৌখিক আলোচনা প্রয়োজন পড়ে না, যেখানে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘২২ তারিখের সমাবেশ নিয়েও আলোচনা হয়েছে। আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই মুখ্য। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এ জন্য আমরা এক দফা ঘোষণা করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করি এই সরকার পদত্যাগ করবে, সংসদ ভেঙে দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অদীনে নির্বাচন দেবে।’

প্রসঙ্গত, এর আগে গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে এক দফার কর্মসূচি ঘোষণা করেন।

ওই ঘোষণা অনুযায়ী, ১৮ জুলাই সকাল ১০টায় গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪টায় শেষ হবে বিএনপির পদযাত্রা।

এ ছাড়া ওইদিন দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। একই দাবিতে ১৯ জুলাই পদযাত্রা হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আবদুুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত।

আমাদেরকাগজ/এমটি