সারাদেশ ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:১৭

বরিশালে মুখোমুখি বাসের সংঘর্ষে এক নারীসহ, আহত ২৫

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত ২৫ জন আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে আজ (শুক্রবার ) দুপুর ১২টার দিকে। গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তমাল বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে, উপজেলার বার্থী মন্দির-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম, দেলোয়ারা বেগম (৬০)। তার বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) তমাল , আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছে। নিহত নারীর সঙ্গে পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শেষ করা হবে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মইদুল আলম জানিয়েছেন, দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়। 
ঘটনা মুহূর্তে যান চলাচল কিছুটা বিগ্নতা ঘটলেও এখন স্বাভাবিক রয়েছে।

আমাদেরকাগজ/এমটি