সারাদেশ ১৯ অক্টোবর, ২০২৩ ১২:৪০

এবার পূজামণ্ডপে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (ফাইল ছবি)

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (ফাইল ছবি)

আমাদের কাগজ ডেস্ক : এবার পূজামণ্ডপে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ (বৃহস্পতিবার ) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। 

এসময় তিনি আশ্বস্ত করে বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। পূজাকে ঘিরে আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার কথা মাথায় রেখে কাজ করছি। তিনি বলেন, এ বছর পূজামণ্ডপে কোনো শঙ্কা থাকবে না আশা করি।

ডিএমপি কমিশনার বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছডাতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে। 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল বলেন, ‘দেশে এখনও অশুভ শক্তি সক্রিয় রয়েছে। তারা যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য, এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজায় ১ দিনের সরকারি ছুটি থাকবে। 

আমাদেরকাগজ/এমটি