সারাদেশ ৮ নভেম্বর, ২০২৩ ০৩:০৮

পোশাক শ্রমিকদের বিক্ষোভে গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত পোশাকশ্রমিকদের সাথে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ (বুধবার) (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে এই সংঘর্ষ হয়। 

এছাড়া জামাল উদ্দিন নামে আরও একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া যায়। দুপুর ১২টা ও সাড়ে ১২টার দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম, আঞ্জুয়ারা খাতুন (৩০) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

গাজীপুরে বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ১৫ দিনের বেশি সময় ধরে পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করছেন। (মঙ্গলবার) মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। তবে এ মজুরিতে শ্রমিক ও তাদের সংগঠন সন্তুষ্ট নন। এর জেরে আজ সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় তারা আন্দোলন ও বিক্ষোভ শুরু করেন। 
 

আমাদের কাগজ/এমটি